রোববার, রাত আনুমানিক ৯ টা। এমন সময় ঢালিউড নায়িক মাহিয়া মাহি সামাজিযোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখলেন, আমরা আর একসঙ্গে নেই। এমন পোস্টে মুহূর্তের মধ্যেই বহু অনুসারীর মধ্যে রহস্যের দানা বাধতে থাকে।
মাহির ওই পোস্টে ১৫ মিনিটের মধ্যে দেড় হাজারের বেশি রিয়েক্ট পড়ে। মন্তব্যের ঘরে অনেকেই জানতে চান মাহির এই পোস্টের রহস্যের কারণ। অনেক ব্যবহারকারী জানতে চায়, মাহির আইডি কি হ্যাক হয়েছে। আবার কেউ সন্দেহ করছেন, মাহির সংসার কি আবার ভাঙতে বসেছে।
Leave a Reply